অমরেন্দ্রমোহন কাব্য-ব্যাকরণ-তর্কতীর্থ (১৩-১১-১২৯৮ – ৩১-১৩৬৪ বৰ্ণ) ধূলিজোড়া —ফরিদপুর। শান্তিনিকেতনে অল্পকাল অধ্যাপনার পর র হোলকার স্টেটের সংস্কৃত কলেজে ন্যায়শাস্ত্রে প্রধান অধ্যাপক হিসাবে চার বছর কাজ করেন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের দর্শনশাস্ত্রের অধ্যাপক থাকাকালে তীর মৃত্যু হয়। রবীন্দ্রনাথের ‘গীতাঞ্জলি’র সংস্কৃত অনুবাদ এবং ‘ন্যায়প্রবেশ’ প্রভৃতি গ্ৰন্থ সম্পাদনা করেন।
পূর্ববর্তী:
« অমরেন্দ্রনাথ দত্ত
« অমরেন্দ্রনাথ দত্ত
পরবর্তী:
অমরেন্দ্রলাল নন্দী »
অমরেন্দ্রলাল নন্দী »
Leave a Reply