অমরেন্দ্ৰনাথ রায় (ডিসেম্বর ১৮৮৮–২-১০-১৯৫৭) মুঙ্গের-বিহার। রাখালদাস। মুঙ্গের ও কলিকাতায় পড়াশুনা করেন। ছাত্রাবস্থাতেই সাহিত্য-জীবনের শুরু। কর্মজীবন শুরু করেন সাংবাদিক হিসাবে। ‘অৰ্চনা’ পত্রিকাগোষ্ঠীর প্রবন্ধকাররূপে পরিচিতি লাভ করেন। দৈনিক ‘সময়’ পত্রিকায় গ্রন্থ-সমালোচক হিসাবে যোগ দেন। বঙ্গভাষায় ‘হেরাসিম লেবেডফ’-চৰ্চার সূত্রপাত তিনিই করেন। ১৯৩৫ খ্ৰী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ে ‘গিরিশ অধ্যাপক পদে বৃত হন। ১৯৩৬ খ্ৰী. প্রদত্ত তাঁর বক্তৃতামোলা পরে ‘গিরিশ নাট্যসাহিত্যের বৈশিষ্ট্য’ নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়। এপ্রিল ১৯৩৮ খ্রী. কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাঙ্গলা গ্রন্থ-প্রকাশন বিভাগের প্রধানরূপে যোগ দেন। সম্পাদিত পত্রপত্রিকা : ‘নায়ক’, ‘বাঙ্গালী’, ‘হিন্দুস্থান’, ‘প্রবাহিনী’, বাসন্তী’, ‘সারথি’, ‘সুদৰ্শন’ ও ‘রঙ্গদর্শন’। রচিত ও সম্পাদিত গ্রন্থাবলী : ‘স্বদেশমঙ্গল, ‘দেশবন্ধু কথামৃত, বিঙ্গের রঙ্গকথা’, ‘শ্ৰীদুৰ্গার বঙ্গে আগমন’, ‘সাহিত্য প্ৰদীপ’, ‘রবিয়ান’, ‘শাক্ত পদাবলী’, ‘সমালোচনা সংগ্ৰহ, বিঙ্কিম পরিচয়’, ‘বঙ্গ-সাহিত্যে স্বদেশপ্রেম ও ভাষাগ্ৰীতি’, ‘বাঙ্গালীর পূজাপার্বণ’, ‘বিচিত্ৰ চিত্রসংগ্ৰহ’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« অমরেন্দ্ৰনাথ চট্টোপাধ্যায়
« অমরেন্দ্ৰনাথ চট্টোপাধ্যায়
পরবর্তী:
অমরেশ্বর ঠাকুর »
অমরেশ্বর ঠাকুর »
Leave a Reply