অমরেন্দ্রনাথ দত্ত (১.৪.১৮৭৬—৬.১.১৯১৬) হাটখোলা-কলিকাতা। দ্বারকানাথ। বাড়িতে শখের যাত্রা দেখে বাল্যকাল থেকেই অভিনয়ের প্রতি আকর্ষণ জন্মে। স্টারের খ্যাতনাম্নী অভিনেত্রী তারাসুন্দরীর সঙ্গে নাট্যানুশীলন শুরু করেন এবং ‘ইণ্ডিয়ান ড্রামাটিক ক্লাব’ গঠন করেন। ১৬৭৪-১৮৯৭ খ্রী. ক্ল্যাসিক থিয়েটারে তার প্রথম অভিনয়। পরে ষ্টার, মিনার্ভা প্রভৃতি রঙ্গমঞ্চেও অভিনয় করেন। নাট্যশালার দৃশ্যপট সাজসজ্জায়ও নূতনত্ব এনেছিলেন। ঐ সময়ে দানীবাবু ছাড়া অন্য কোন অভিনেতা তার মত এত জনপ্রিয় ছিলেন না। ১২-১২-১৯১২ খ্রী. ষ্টার থিয়েটারে ‘সাহাজান’ নাটকে ঔরঙ্গজেবের ভূমিকায় শেষ অভিনয় করেন। বিভিন্ন প্ৰকাশ করেন এবং শেষোক্ত পত্রিকাটির সম্পাদক হন। তার রচিত নাটক ও প্রহসন : ‘ঊষা’, ‘শ্রীকৃষ্ণ’, ‘বঙ্গের অঙ্গচ্ছেদ’, ‘কেয়া মাজেদার’, ‘প্রেমের জেপলিন’ প্রভৃতি। এ ছাড়াও তিনি নেপোলিয়ান বোনাপাটের জীবনীগ্রন্থ ও একখানি উপন্যাস রচনা করেছেন। মনীষী হীরেন্দ্রনাথ তাঁর অগ্ৰজ।
পূর্ববর্তী:
« অমরনাথ ভট্টাচাৰ্য, বিদ্যার্ণব
« অমরনাথ ভট্টাচাৰ্য, বিদ্যার্ণব
পরবর্তী:
অমরেন্দ্রমোহন কাব্য-ব্যাকরণ-তর্কতীর্থ »
অমরেন্দ্রমোহন কাব্য-ব্যাকরণ-তর্কতীর্থ »
Leave a Reply