অমরেন্দ্ৰনাথ চট্টোপাধ্যায় (১-৭-১৮৮০—৪-৯-১৯৫৭)। ছাত্রাবস্থায় বিপ্লবী উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, হৃষীকেশ কাঞ্জিলাল প্রভৃতির সংস্পর্শে আসেন এবং স্বদেশী আন্দোলন শুরু হলে হুগলীর উত্তরপাড়ায় ‘শিল্প সমিতি’ স্থাপন করেন। এই সময় অরবিন্দ্র, বারীন্দ্রকুমার, বাঘা যতীন প্রভৃতির সঙ্গে পরিচিত হন। বিপ্লবীদের মিলনস্থলরূপে ব্যবহারের উদ্দেশ্যে ১৯০৬ ও ১৯০৯ খ্ৰী. বৌবাজার ও কলেজ স্ট্রট অঞ্চলে ‘শ্রমজীবী সমবায়’ নামক স্বদেশী পণ্যের দোকান স্থাপন করেন। সাত বছরের ওপর আত্মগোপনের পর ১৯২১ খ্রী. সরকার মামলা প্ৰত্যাহার করলে আত্মপ্ৰকাশ করে গান্ধীজীর অসহযোগ আন্দোলনে সক্রিয় হন। ১৯২২ খ্রী–’উত্তরপাড়া বিদ্যাপীঠ’ প্ৰতিষ্ঠা করেন। আন্দোলন প্ৰত্যাহৃত হলে ভারতরক্ষা আইনে গ্রেপ্তার ও বন্দী হন (১৯২৩-১৯২৬) এবং মুক্তির পর ‘আত্মশক্তি লাইব্রেরী’ নামক প্রকাশন-সংস্থা স্থাপন করে উপেন্দ্রনাথের রচনাবলী প্রকাশ করেন। সুরেশ দাস ও সুরেশ মজুমদারের সহযোগিতায় (১৯২৭-২৮) ‘কংগ্রেস কর্মী সঙ্ঘ’ প্রতিষ্ঠা করেন এবং ১৯৩০-১৯৩১ খ্রী. আইন অমান্য আন্দোলনে যোগ দেন। দেশপ্ৰিয় যতীন্দ্রমোহন কারারুদ্ধ হলে সারা বাঙলায় ঐ আন্দোলন পরিচালনার নেতৃত্ব গ্রহণ করে কারাবরণ করেন। ১৯৩৭-১৯৪৫ খ্রী. কেন্দ্রীয় আইনসভার কংগ্রেস দলের সদস্য ছিলেন। ১৯৪৫ খ্রী. মানবেন্দ্ৰনাথ রায় প্রতিষ্ঠিত র্যাডিকাল ডেমোক্র্যাটিক পার্টিতে যোগ দেন। বাঙলার প্রথম মহিলা বিপ্লবী এবং বাঙলার একমাত্র মহিলা স্টেট প্রিজনার ননীবালা দেবী তার পিসীমা ছিলেন।
পূর্ববর্তী:
« অমরেন্দ্ৰনাথ ঘোষ
« অমরেন্দ্ৰনাথ ঘোষ
পরবর্তী:
অমরেন্দ্ৰনাথ রায় »
অমরেন্দ্ৰনাথ রায় »
Leave a Reply