অমরেন্দ্ৰনাথ ঘোষ (১) (২৩-৮-১২৮১ — ১০-৯-১৩৫০ বঙ্গাব্দ) টাঙ্গাইল-ময়মনসিংহ। ঢাকা ষড়যন্ত্র মামলা, অসহযোগ ও আইন অমান্য আন্দোলনে বহু বছর কারাবরণ করেন। পর দেশবন্ধুর প্রেরণায় আইনব্যবসায় পরিত্যাগ করে যুগান্তর ও স্বরাজ্য পার্টির বিশিষ্ট সংগঠকরাপে পরিচিত হন। টাঙ্গাইল মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং কাউন্সিলে স্বরাজ্য পার্টির ডেপুটি চীফ-হুইপ ছিলেন।
অমরেন্দ্ৰনাথ ঘোষ (২) (১৯০৭–১৪-১৭১৯৬২)। পুলিশ কর্মচারী জানকীকুমার। হিন্দু-মুসলমানের মিলিত জীবনযাত্রাকে কেন্দ্র করে সাহিত্য-রচনায় খ্যাতিলাভ করেন। রচিত গ্ৰন্থ : ‘চরকাশেম’, ‘পদ্মদীঘির বেদিনী’, ‘ভাঙছে শুধু ভাঙছে, ‘একটি সঙ্গীতের জন্মকাহিনী’, ‘দক্ষিণের বিল প্রভৃতি। ‘জবানবন্দী’ তীর আত্মকথা। দেশবিভাগের পর সপরিবারে ভারতে আসেন। আজীবন দারিদ্রের সঙ্গে লড়াই করে গেছেন।
Leave a Reply