অমর মল্লিক (১৮৯৮?–১৬৯৮-১৯৭২) কলিকাতা। আদি নিবাস সপ্তগ্রাম-হুগলী। সিংহদাস। অভিনেতা হিসাবে ১৯২৮ খ্রী. তার প্রথম প্ৰকাশ বি. এন. সরকার প্রযোজিত নির্বাক ছবি ‘চোরকাঁটা’তে। নিউ থিয়েটার্স লিমিটেড-এর প্রতিষ্ঠা (১৯৩১) থেকে ১৯৩৯ খ্রী. পর্যন্ত তাঁর সঙ্গে অভিনেতা এবং কর্মী হিসাবে বিশেষভাবে যুক্ত ছিলেন। নিউ থিয়েটার্সে তার পরিচালনায় প্রথম ছবি ‘বড়দিদি’ (১৯৩৯, হিন্দী ও বাংলা উভয় ভাষাতে)। তার পরিচালিত বহু ছবির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ‘স্বামীজী এবং ‘সমাপ্তি’। নিউ থিয়েটার্স ভিন্ন অন্যান্য সিনেমা প্রতিষ্ঠানেও তিনি বহু ভূমিকায় অভিনয় করেছেন। অভিনেত্রী ভারতী দেবী তার স্ত্রী।
Leave a Reply