অমর বসু (৬-২-১৮৯১ — ৩-৮-১৯৭৫) কলিকাতা। অতীন্দ্রনাথ। স্বদেশী আন্দোলনের অন্যতম সংগঠক পিতার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি কিশোর বয়সেই যুগান্তর বিপ্লবী দলের কমিরূপে স্বাধীনতা-সংগ্ৰামীর জীবন শুরু করেন। উপাধ্যায় ব্ৰহ্মবান্ধব-প্রতিষ্ঠিত সারস্বত আশ্রমে বাল্যশিক্ষা। ১৯০৫ খ্ৰী. বঙ্গভঙ্গ আন্দোলনকালে স্বেচ্ছাসেবকরূপে কলিকাতার রাস্তার রাস্তায় ‘বন্দেমাতরম’ গান গেয়ে বেড়াতেন। সেই সঙ্গে ক্রমে পিতার প্রতিষ্ঠিত ‘সিমলা ব্যায়াম সমিতি’র পরিচালনায় অন্যতম প্ৰধান ব্যক্তি হয়ে ওঠেন। ১৯১৬ খ্রী. পিতা-পুত্র একত্রে ৫ বছর কারাদণ্ডে দণ্ডিত হন। কারামুক্তির পর কংগ্রেসের কাজে আত্মনিয়োগ করেন। ১৯২২–২৩ খ্রী. উত্তর কলিকাতায় কংগ্রেস সংগঠন স্থাপনে অন্যতম উদ্যোক্তা ছিলেন। ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠাকালে সুভাষচন্দ্ৰ বসুকে বিশেষ সাহায্য করেন। দেশ স্বাধীন হওয়ার পর কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছেদ করে বামপন্থী ভাবধারার সঙ্গে যুক্ত হন। ১৯৫২ খ্রী. ফরওয়ার্ড ব্লকের প্রার্থিরূপে বিধানসভার সদস্য-পদ লাভ করেন। ১৯৫৫ খ্রী. মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক দল গঠিত হলে ১৯৫৭ ও ১৯৬৩ খ্ৰী. পর পর দুইবার ঐ দলের মনোনীত প্রার্থিরূপে এম. এল. এ. হন। কয়েকটি শ্রমিক ইউনিয়নের সঙ্গেও যুক্ত ছিলেন।
পূর্ববর্তী:
« অমর নাগ, ডাঃ
« অমর নাগ, ডাঃ
পরবর্তী:
অমর মল্লিক »
অমর মল্লিক »
Leave a Reply