অমরনাথ ভট্টাচাৰ্য, বিদ্যার্ণব (১৮৭৩–১৯৪৫) পাঠকপাড়া—বাঁকুড়া। পিতা রামনাথ শাস্ত্ৰজ্ঞ পণ্ডিত ও অধ্যাপক ছিলেন। মনুসংহিতার টীকাকার ও মহানির্বাণতন্ত্রের অসমাপ্ত ভাষ্যরচনাকার অমরনাথ অধ্যয়ন ও গবেষণায় জীবন অতিবাহিত করেন। হিন্দু জ্যোতিষশাস্ত্রে ও বেদের কর্মকাণ্ডে তিনি বিশেষজ্ঞ ছিলেন। মল্লভূমে সংস্কৃতচর্চায় যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি, ক্ষীরোদাপ্ৰসাদ, বিদ্যাবিনোদ, রামচন্দ্ৰ শাস্ত্রী প্রভৃতির তিনি সহযোগী।
পূর্ববর্তী:
« অমরনাথ ভট্টাচাৰ্য
« অমরনাথ ভট্টাচাৰ্য
পরবর্তী:
অমরেন্দ্রনাথ দত্ত »
অমরেন্দ্রনাথ দত্ত »
Leave a Reply