অমরনাথ ভট্টাচাৰ্য (২৮.৫.১৮৮৪—১৩.৩.১৯৬৯) হরিনাভি-চব্বিশ পরগনা। কালীপ্রসন্ন। পিতার কাছে সঙ্গীতশিক্ষা শুরু করেন। পরে ধ্রুপদী অঘোরনাথ। চক্রবর্তী ও ধামারী বিশ্বনাথ রাও-এর কাছে শিক্ষাপ্রাপ্ত হয়ে ভারতের অন্যতম শ্রেষ্ঠ ধ্রুপদী হিসাবে পরিচিত হন। শেষ-জীবনে বাংলা গানও গাইতেন। বারাণসী ধর্মমহামণ্ডল ‘সঙ্গীতরত্ন’ উপাধি (১৯১৫) এবং ১৯৬৭ খ্ৰী. সুরেশ সঙ্গীত সংসদ ‘বাঙলার সঙ্গীতজ্ঞ’ উপাধি ও স্বর্ণপদক প্ৰদান করেন। ১৯৫৮ খ্ৰী. বিশ্বভারতীর ভিজিটিং অধ্যাপক নিযুক্ত হয়েছিলেন। সারাজীবন অপেশাদার গায়ক ছিলেন।
পূর্ববর্তী:
« অমরনাথ চট্টোপাধ্যায়
« অমরনাথ চট্টোপাধ্যায়
পরবর্তী:
অমরনাথ ভট্টাচাৰ্য, বিদ্যার্ণব »
অমরনাথ ভট্টাচাৰ্য, বিদ্যার্ণব »
Leave a Reply