অমরনাথ চট্টোপাধ্যায় (১৮৭৬–১৯৩৮) নিমতা-চব্বিশ পরগনা। ভগবতীচরণ। বি. এল. পরীক্ষা পাশ করে শিয়ালদহ ও আলিপুরে কিছুকাল ওকালতি করার পর ১৯০৪ খ্রী. মুন্সেফ হন। পরে পাটনা হাইকোর্টের রেজিস্ট্রর ও ১৯২৮ খ্ৰী. বিচারপতি নিযুক্ত হন। বিহার পাবলিক সার্ভিস কমিশনের সদস্য এবং বহু জনহিতকর প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন।
পূর্ববর্তী:
« অমরকৃষ্ণ ঘোষ
« অমরকৃষ্ণ ঘোষ
পরবর্তী:
অমরনাথ ভট্টাচাৰ্য »
অমরনাথ ভট্টাচাৰ্য »
Leave a Reply