অমরকৃষ্ণ ঘোষ (১৮৯২–১৩৫৭-১৯৭৭) যদুবীয়রা—নদীয়া। তারেশচন্দ্র। স্বাধীনতা সংগ্ৰামী। . কুমির খালি স্কুলে ছাত্রাবস্থায় যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের কাছে বিপ্লবী মন্ত্রে দীক্ষা নেন। পরে কলিকাতা হিন্দু স্কুলে পড়ার সময় বাঘা যতীতের নির্দেশে প্রায়ই দলের কাজে কুষ্টিয়া মহকুমায় যেতেন। তাঁর অগ্রজ অতুলকৃষ্ণ বাঘা যতীনের ঘনিষ্ঠ কর্মী ছিলেন। ২৪.১-১৯১০ তারিখে সামসুল আলম হত্যার পরই সন্দেহক্রমে পুলিস তাঁর পিছনে লাগে। ১৯১৬ খ্রী. থেকে ১৯২৮ খ্ৰী. পর্যন্ত তিন আইনে দুই দফায় বন্দী থাকার সময় কিছুদিন ব্রহ্মদেশে মান্দালয় ফোর্ট জেলে ও রেঙ্গুন জেলে ছিলেন। বঙ্গীয় ফৌজদারী সংশোধন আইন অনুসারে ২৮১১-১৯৩১ থেকে ৩১-৫-১৯৩৩ খ্রী. পর্যন্ত কারারুদ্ধ থাকার পরে তাকে বাঙলা থেকে বহিষ্কারের আদেশ জারী করা হয়। ২৩-১২-১৯৩৬ খ্রী. মুক্ত হয়ে বাঙলায় ফেরেন। কিছুদিন নদীয়া জেলা কংগ্রেস কমিটির সদস্য, বঙ্গীয় প্ৰাদেশিক কংগ্রেস কমিটির কোষাধ্যক্ষ ও বহুদিন এ আই সি.-র সদস্য ছিলেন। ১৯৪৭ খ্রী. স্বাধীনতালাভের পর সরকারের চিফ হুইপ-রূপেও কাজ করেছিলেন।
পূর্ববর্তী:
« অমর মিত্র
« অমর মিত্র
পরবর্তী:
অমরনাথ চট্টোপাধ্যায় »
অমরনাথ চট্টোপাধ্যায় »
Leave a Reply