অভিলাষ ঘোষ (১৮৯৪–১৯৬৩) পাউলদিয়া-বিক্রমপুর, ঢাকা। অভয়চরণ। ১৯১১ খ্রী. আই. এফ. এ-র শীল্ড জয় করে মোহনবাগান ক্লাব বাঙালী তথা ভারতীয়দের মধ্যে যে নবচেতনার জোয়ার জাগিয়েছিল, সেই জয়ের অন্যতম স্তম্ভ ছিলেন অভিলাষ। পিতার কর্মস্থল ময়মনসিংহে স্কুলের ছাত্র থাকাকালীনই তিনি ফুটবলে নাম করেন। ম্যাট্রিক পাশ করে কলিকাতার স্কটিশচার্চ কলেজে ভর্তি হন। মোহনবাগান ক্লাবের দলভুক্ত হন। তিনি মোহনবাগানের নিয়মিত সেন্টার হাফে খেলেছেন। ১৯২০-২২ খ্রী। এই ক্লাবের অধিনায়ক ছিলেন। এরপর খেলা থেকে অবসর গ্ৰহণ করেন। ব্রিটিশ ব্যবসা-প্রতিষ্ঠান ‘ব্রুকবণ্ড টী কোম্পানী’র পদস্থ অফিসার ছিলেন।
পূর্ববর্তী:
« অভিরাম দাস
« অভিরাম দাস
পরবর্তী:
অভেদানন্দ স্বামী »
অভেদানন্দ স্বামী »
Leave a Reply