অভয়াকর গুপ্ত। রামপালের (আনু. ১০৯১ – ১১০৬ খ্ৰী.) সমসাময়িক প্ৰসিদ্ধ কালচক্রযানী বৌদ্ধ পণ্ডিত। কালচক্ৰযান সম্বন্ধে তার রচিত বিভিন্ন গ্রন্থের মধ্যে ‘যোগাবলী’, ‘মৰ্মকৌমুদী’ ও ‘বোধি পদ্ধতি’—এই তিনটির নাম পাওয়া যায়। তিনি বজাসন (বুদ্ধগয়া) ও নালন্দার অধ্যাপক এবং বিক্রমশীল-বিহারের অন্যতম আচাৰ্য ছিলেন। ঝারিখণ্ডে এক ক্ষত্ৰিয় পরিবারে তার জন্ম। মতান্তরে তিনি গৌড়নগরে জন্মগ্রহণ করেন। রামপাল প্রতিষ্ঠিত জগদল বিহারের (উত্তরবঙ্গ) পণ্ডিত বিভূতিচন্দ্ৰ তীর দুই বা ততোধিক গ্ৰন্থ তিব্বতী ভাষায় অনুবাদ করেন। তিনি তিব্বতে একজন ‘পাঞ্ছেনরিন পোছেই’ অর্থাৎ রাজগুণালীকৃত লামা-রূপে শ্রদ্ধা পান।
পূর্ববর্তী:
« অভয়চরণ দাশ
« অভয়চরণ দাশ
পরবর্তী:
অমর নাগ, ডাঃ »
অমর নাগ, ডাঃ »
Leave a Reply