অভয়চরণ দাশ। ১৮৮১ খ্রী. হাওড়া থেকে প্রকাশিত ‘The Indian Ryot-Land Tax, Permanent Settlement and Famine’ গ্রন্থের রচয়িতা অভয়চরণই সে-যুগে প্রথম চিরস্থায়ী বন্দোবস্তের সমালোচনা করে লেখেন: ‘জমিদার ও রায়তের বিবাদ বঙ্গদেশকে দুই বিশাল শিবিরে বিভক্ত করেছে যারা উভয়ে উভয়ের বিরুদ্ধে ভীষণ প্ৰতিশোধ গ্রহণে উদ্যত। গুরুতর দাঙ্গাহাঙ্গামা ও শান্তিভঙ্গ, রক্তপাত ও হত্যাকাণ্ড, গ্রামে লুণ্ঠন ও অগ্নিসংযোগ, ফসল কেটে নেওয়া–এ এখন প্রাত্যহিক ঘটনা–৷’ এ বইয়ের কপি এদেশে দুস্তপ্রাপ্য। লেনিনগ্রাদ বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যবিদ্যা বিভাগে পাদরী লঙ সাহেব স্বাক্ষরিত একটি কপি আছে।
পূর্ববর্তী:
« অভেদানন্দ স্বামী
« অভেদানন্দ স্বামী
পরবর্তী:
অভয়াকর গুপ্ত »
অভয়াকর গুপ্ত »
Leave a Reply