অবিনাশচন্দ্র ভট্টাচার্য, ড. (১৮৮৮ – ১৯৬৩) চুন্টা—ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা। গিরিধার। গ্রামের জাতীয় বিদ্যালয় থেকে ১৯০৮ খ্রী. এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাদবপুরের জাতীয় বিদ্যালয়ে ভর্তি হন। বিপ্লবী গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ থাকায় তার অসন্তুষ্ট পিতা তাকে ১৯১০ খ্রী. উচ্চশিক্ষার জন্য জার্মানীতে পাঠান। জার্মানীতে হ্যালী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তিন বছর। পরে রসায়নশাস্ত্ৰে ডক্টরেট হন। ১৯১০-১৫ খ্রী. জার্মানীতে থাকাকালে সরোজিনী নাইডুর ভ্রাতা বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও স্বামী বিবেকানন্দের ভ্রাতা ড. ভূপেন্দ্রনাথ দত্তের সঙ্গে বিশেষ পরিচয় ও ঘনিষ্ঠত হয়। জার্মানী থেকে গোপনে অস্ত্র আমদানি করে ভারতে সশস্ত্র বিপ্লবের যে আয়োজন প্রথম মহাযুদ্ধের সময় চলছিল। তিনি তাতে যুক্ত হন। বার্লিন কমিটি বা ইন্ডিয়ান ইন্ডিপেনডেনস কমিটির সদস্য ছিলেন। তার রচিত ‘ইউরোপে ভারতের বিপ্লব সাধনা’ ও ‘বহির্ভারতে ভারতের মুক্তিসংগ্ৰাম’ বই-দুটিতে ঐ সময়কার অভিজ্ঞতা ও বিপ্লবীদের কথা বিশদভাবে লিপিবদ্ধ করে গেছেন। ‘জার্মানীর রণসজা’ নামেও একটি বই লেখেন। ১৯১৫-১৬ খ্ৰী. দেশে ফিরে নারকেলডাঙ্গায় শঙ্কুলাল বিশ্বাসের বাড়িতে ‘টেকনোকেমিক্যাল ল্যাবরেটরী এন্ড ওয়ার্কস লিঃ’ নামে ভারতের প্রথম রাসায়নিক দ্রব্যাদি প্ৰস্তুতের প্রতিষ্ঠান স্থাপন করেন। ১৯১৯ খ্রী. উক্ত বিদেশ থেকে ফিরে কিছুদিন ‘লিবার্টি পত্রিকার পত্রিকাটি প্রকাশিত হয়। ‘ত্রিপুরা হিতৈষী’ পত্রিকার সঙ্গে আমরণ যুক্ত ছিলেন।
পূর্ববর্তী:
« অবিনাশচন্দ্র ঘোষ
« অবিনাশচন্দ্র ঘোষ
পরবর্তী:
অবিনাশচন্দ্র মজুমদার »
অবিনাশচন্দ্র মজুমদার »
Leave a Reply