অবিনাশচন্দ্র মজুমদার (?–১৩৩২ ব-) কানপুর—উত্তর প্রদেশ। বাংলা, হিন্দী ও ইংরেজী ভাষায় ব্যুৎপন্ন ছিলেন। আজীবন সাহিত্য ও সমাজের সেবা করে গেছেন। শেষ-বয়সে ব্ৰাহ্মসমাজের প্রচারক হন। দেশ থেকে পাপাচার দূরীকরণের উদ্দেশ্যে বিভিন্ন সভা-সমিতিতে বক্তৃতা দেন ও ‘পিউরিটি সারভেন্ট’ নামক একখানি ইংরেজী পত্রিকা প্ৰকাশ করেন। হোলী উৎসবে প্রচলিত অশ্লীল গানের বিরুদ্ধে ‘পবিত্ৰ হোলী’ গানের প্রবর্তন করেন। সিমলার পথে ধরমপুরে যক্ষ্মারোগীদের জন্য স্বাস্থ্যনিবাস স্থাপনের অন্যতম প্রধান। কর্মী ছিলেন। শিখ ধর্মগ্রন্থ ‘জপজী’ ও ‘সুখমণি’র অনুবাদ করেছিলেন।
পূর্ববর্তী:
« অবিনাশচন্দ্র ভট্টাচার্য
« অবিনাশচন্দ্র ভট্টাচার্য
পরবর্তী:
অবিনাশচন্দ্ৰ ঘোষাল »
অবিনাশচন্দ্ৰ ঘোষাল »
Leave a Reply