অবিনাশচন্দ্ৰ ভট্টাচার্য (৫.৪.১৮৮২ – ১০.৫.১৯৬২) আড়বালিয়া–চব্বিশ পরগনা। ১৯০১ খ্ৰী. স্বগ্রামস্থ স্কুল থেকে এন্ট্রান্স পাশ করে কলিকাতা মেট্রোপলিটান ইনস্টিটিউশনে এফ.এ. ক্লাশে ভর্তি হন। এ সময়েই (১৯০২) বিখ্যাত বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সংস্পর্শে অনুপ্রাণিত হয়ে ভারতের মুক্তিসংগ্রামে যোগ দেন। ১৯০৫ খ্রী. বঙ্গভঙ্গের পর অরবিন্দ ঘোষের সঙ্গে ঘনিষ্ঠতা জন্মে। ১৯০৬ খ্রী. মার্চ মাসে বিপ্লবপন্থী ‘যুগান্তর’ পত্রিকা প্রকাশ আরম্ভ হলে তিনি এর ম্যানেজার হন এবং ‘মুক্তি কোন পথে’, ‘বর্তমান রণনীতি’ প্রভৃতি পুস্তিকা প্রকাশ করেন। মুরারিপুকুর বোমা-মামলার আসামী হিসাবে তাকে গ্রেপ্তার করে ১৯০৯ খ্রী–মে মাসে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। পরে দণ্ডাদেশ হ্রাস পাওয়ায় ১৯১৫ খ্রী. মে মাসে মুক্তি পান। ১৯২০ খ্ৰী. দেশবন্ধুর স্বরাজ্য পার্টিতে যোগ দেন ও নারায়ণ পত্রিকা পরিচালনার ভার গ্রহণ করেন। এ ছাড়াও ‘বিজলী’, ‘আত্মশক্তি’ ও ‘ক্যালকাটা মিউনিসিপ্যাল গেজেট’ (১৯২৪-১৯৪১) প্রভৃতি পত্রিকার সঙ্গেও যুক্ত ছিলেন। রচিত গ্ৰন্থ : ‘রণসজায় জার্মানী’, ‘স্বরাজ সাধনা’, ‘মুক্তিসাধনা’, ‘জার্মানী প্রবাসীপত্র’, ‘ইউরোপে ভারতীয় বিপ্লবের সাধনা’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« অবিনাশচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায়
« অবিনাশচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায়
পরবর্তী:
অবিলাকান্ত কর »
অবিলাকান্ত কর »
Leave a Reply