অবিনাশচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায় (১২৬২–১৩২১ ব-) পানিহাটি-চব্বিশ পরগনা। দারিদ্র্যের সঙ্গে সংগ্ৰাম করে প্ৰতি পরীক্ষায় বৃত্তি লাভ করে কলিকাতা মেডিক্যাল কলেজ থেকে ডাক্তার হন। কর্মক্ষেত্র এলাহাবাদ। সেখানে সুচিকিৎসক হিসাবে খ্যাতি অর্জন করে প্রভূত ধনশালী হন। বহু দুঃস্থ পীড়িত নরনারীকে তিনি বিনা পারিশ্রমিকে চিকিৎসা করতেন। খেরি জেলার পানাপুর গ্রামে ক্ষয়রোগীদের জন্য ‘রোগ প্ৰতিষেধ। ভবন’ স্থাপন করেছিলেন।
পূর্ববর্তী:
« অবিনাশচন্দ্ৰ দাস
« অবিনাশচন্দ্ৰ দাস
পরবর্তী:
অবিনাশচন্দ্ৰ ভট্টাচার্য »
অবিনাশচন্দ্ৰ ভট্টাচার্য »
Leave a Reply