অবিনাশচন্দ্ৰ দাস (১৯৬৭ – ৫.৯.১৯৩৬) কতুলপুর-বাঁকুড়া। হরিনাথ। ১৯২০ খ্রী. পি.-এইচ.ডি প্রাপ্ত হন। একাধারে কৃতী সাহিত্যিক ও বৈদিক ইতিহাসে সুপণ্ডিত ছিলেন। বঙ্গভঙ্গ আন্দোলনের সময় কিছুকাল ‘স্বদেশ’ পত্রিকার ও তার আগে ‘ইণ্ডিয়ান মিরর’ পত্রিকার সম্পাদক ছিলেন। পরবর্তী জীবনে কলিকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হন। রচিত গ্ৰন্থ: ‘পলাশবন’, ‘অরণ্যবাস’, ‘কুমারী’, ‘সীতা’; দুখানি নাটক : ‘প্রভাতী’, ‘দেবব্রত’ এবং ‘Rig-Vedic India’ ও ‘Rig-Vedic Culture’ প্রভৃতি।
পূর্ববর্তী:
« অবিনাশচন্দ্ৰ ঘোষাল
« অবিনাশচন্দ্ৰ ঘোষাল
পরবর্তী:
অবিনাশচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায় »
অবিনাশচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply