অবিনাশচন্দ্ৰ ঘোষাল (১৩০৫–৩-১২-১৩৭২ বঙ্গাব্দ)। সাহিত্যের আকর্ষণে আইন-ব্যবসা পরিত্যাগ করেন। সাপ্তাহিক ‘বাতায়ন’ পত্রিকা তিনি বহুকাল সম্পাদনা করেন। রচিত গ্ৰন্থ: ‘শরৎচন্দ্রের গ্রন্থবিবরণী’, ‘শরৎচন্দ্রের টুকরো কথা’, ‘ঝড়ের পরে’, ‘সব মেয়েই সমান’, ‘নগ্নতার ইতিহাস’ প্রভৃতি। অনুবাদ গ্ৰন্থ :’অফ হিউম্যান বন্ডেজ’, ‘থেরেসা’ প্ৰভৃতি।
পূর্ববর্তী:
« অবিনাশচন্দ্র মজুমদার
« অবিনাশচন্দ্র মজুমদার
পরবর্তী:
অবিনাশচন্দ্ৰ দাস »
অবিনাশচন্দ্ৰ দাস »
Leave a Reply