অবিনাশচন্দ্র ঘোষ (১২৭৪ – ১৩৪২ বঙ্গাব্দ) সঙ্গীতাচার্য শেখ মুরাদ আলি খাঁর কাছে সঙ্গীত শিক্ষা করে ধ্রুপদ গায়করূপে নিজেকে সুপ্রতিষ্ঠিত করেন। সঙ্গীত-চৰ্চার উদ্দেশ্যে তিনি ভারতের বিভিন্ন স্থানে যাতায়াত করে নানা ভাষায় অভিজ্ঞতা অর্জন করেন। বিভিন্ন বাদ্যযন্ত্র-নির্মাণেও সুদক্ষ ছিলেন। যৌবনে শরীরচর্চা করে বিশেষ কৃতিত্ব অর্জন করেছিলেন।
পূর্ববর্তী:
« অবিনাশ চক্রবর্তী
« অবিনাশ চক্রবর্তী
পরবর্তী:
অবিনাশচন্দ্র ভট্টাচার্য »
অবিনাশচন্দ্র ভট্টাচার্য »
Leave a Reply