অবিনাশ চক্রবর্তী (১৮৭৫ – ১৯৩৮) ডারেঙ্গ–পাবনা। সাব-জজ মাধবচন্দ্র। অরবিন্দের সান্নিধ্যে বিপ্লব আন্দোলনে সক্রিয় অংশ নেন। নারায়ণগঞ্জের মুন্সেফ-পদে থাকার সময় তার বাড়ি খানাতল্লাসী হয়। বিপ্লবী কাজে বহু অর্থসাহায্য করেন। কিংসফোর্ড হত্যার আদেশকারী ও বিপ্লবী নির্বাচকদের অন্যতম ছিলেন। বিপ্লবী সন্দেহে সরকার তাকে পদচ্যুত করে। বাঘা যতীদের নেতৃত্বে সশস্ত্ৰ অভ্যুত্থান-প্ৰচেষ্টার অন্যতম কর্মী হিসাবে কারারুদ্ধ হন। মুক্তির পর রাজনীতি থেকে অবসর গ্রহণ করেন।
পূর্ববর্তী:
« অবলাকান্ত গুপ্ত
« অবলাকান্ত গুপ্ত
পরবর্তী:
অবিনাশচন্দ্র ঘোষ »
অবিনাশচন্দ্র ঘোষ »
Leave a Reply