অবলা বসু, লেডি (৮-৮-১৮৬৪ – ২৬-৪-১৯৫১) তেলিরবাগ-ঢাকা। জন্ম-বরিশালে। সমাজসংস্কারক দুৰ্গামোহন দাস। স্বামী—বৈজ্ঞানিক জগদীশচন্দ্র। কলিকাতার বঙ্গ মহিলা বিদ্যালয় ও বেথুন স্কুলে শিক্ষা। ১৮৮১ খ্রী. ২০ টাকা বৃত্তিসহ এন্ট্রান্স পাশ করেন। কলিকাতা মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ না পেয়ে বাংলা সরকারের বৃত্তি নিয়ে ১৮৮২ খ্রী. মাদ্রাজ মেডিক্যাল কলেজে ভর্তি হন। ১৮৮৭ খ্রী. ২৭ ফেব্রুয়ারী বিবাহ হয়। বহুবার স্বামীর সঙ্গে ইউরোপ, আমেরিকা, জাপান প্রভৃতি দেশে ভ্ৰমণ করেন। স্ত্রী-শিক্ষার প্রসার ও বিধবা নারীদের অর্থকরী শিক্ষাদানের জন্য ১৯১৯ খ্রী. তিনি নারীশিক্ষা সমিতি গঠন করেন। প্ৰথমে এই কাজে তাঁকে সাহায্য করেন ব্রাহ্মবালিকা শিক্ষালয়ের প্রধানশিক্ষক কৃষ্ণপ্ৰসাদ বসাক। তারই চেষ্টায় পরবর্তী কালে বাংলার গ্রামে গঞ্জে প্ৰায় শ’-দুয়েক বিদ্যালয় গড়ে উঠেছিল। এই কাজে শিক্ষয়িত্রীর অভাব পূরণ করতে বিধবা ছাত্রীদের জন্য ১৯২৫ খ্রী. বিদ্যাসাগর বাণীভবন, ১৯২৬ খ্রী. মহিলা শিল্পভবন এবং ১৯৩৫ খ্রী. বাণীভবন ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেন। আচার্য জগদীশচন্দ্রের মৃত্যুর পর তার প্রদত্ত এক লক্ষ টাকার ফান্ড (সিস্টার নিবেদিতা উইমেনস এড়ুকেশন ফান্ড) দিয়ে তৈরী হয় এডাল্টস প্রাইমারী এড়ুকেশন সেন্টার। ১৯১০–১৯৩৬ খ্ৰী. ব্ৰাহ্মবালিকা শিক্ষালয়ের সম্পাদিক ছিলেন। গোখেল মেমোরিয়াল গার্লস স্কুলের প্রতিষ্ঠাত্রী সমাজসেবী সরলা রায় তার অগ্ৰজা।
পূর্ববর্তী:
« অবনীমোহন ঠাকুর
« অবনীমোহন ঠাকুর
পরবর্তী:
অবলাকান্ত গুপ্ত »
অবলাকান্ত গুপ্ত »
Leave a Reply