অবলাকান্ত গুপ্ত। আটগাঁও—শ্ৰীহট্ট। আনন্দকুমার। ১৯২১ খ্ৰী. ডিব্ৰুগড় মেডিক্যাল স্কুলের পড়া ছেড়ে অসহযোগ আন্দোলনে যোগ দিয়ে কারারুদ্ধ হন। ১৯২৫ খ্ৰী শ্ৰীহট্টোবিদ্যাশ্রম’ প্রতিষ্ঠায় ধীরেন দাশগুপ্ত, পূর্ণেন্দু সেনগুপ্ত প্ৰমুখের সহযোগী ছিলেন। ১৯৩০ খ্রী. আইন অমান্য আন্দোলনে সক্রিয় অংশ গ্ৰহণ করে নির্যাতিত হন। ১৯৪১ খ্রী. একবার ব্যক্তিগত সত্যাগ্ৰহ করে জেলে যান। আগস্ট আন্দোলনেও সক্রিয় ছিলেন। ১৯৪৬ খ্রী., কংগ্রেস মনোনীত প্ৰাৰ্থী হিসাবে আসাম বিধানসভায় নির্বাচিত হন। দেশবিভাগের পর পূর্বপাকিস্তান বিধানসভার সদস্যরূপে পরিগণিত হন। শ্ৰীহট্ট জেলা কংগ্রেস কমিটির সম্পাদক, বঙ্গীয় প্ৰাদেশিক ও নিখিল। ভারত রাষ্ট্ৰীয় সমিতির সদস্য ছিলেন। অনুজা গিরিজাবালা গুপ্ত (?–১৯৬০) স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়ে কারাদণ্ড ভোগ করেন।
পূর্ববর্তী:
« অবলা বসু, লেডি
« অবলা বসু, লেডি
পরবর্তী:
অবিনাশ চক্রবর্তী »
অবিনাশ চক্রবর্তী »
Leave a Reply