অবিলাকান্ত কর (১৮৯১–২-১১-১৯৭৪) গোবিন্দপুর-বরিশাল। কৈলাসচন্দ্র। কৈশোরেই তিনি বরিশালের শঙ্কর মঠের স্বামী প্ৰজ্ঞানানন্দের সংস্পর্শে আসেন এবং বিপ্লবী ‘যুগান্তর’ দলের সভ্য হন। ১৯১৫ শ্ৰী প্ৰথম ভারতরক্ষা আইনে গ্ৰেপ্তার হন। সর্বসাকল্যে প্ৰায় ২৫ বছর কারাজীবন যাপন করেন। তার মধ্যে দেশবিভাগের পর পাকিস্তানের জেলে ছিলেন ৪ বছর। পরে ভারতে চলে আসেন। হোমিওপ্যাথিক চিকিৎসক। হিসাবে তার সুনাম ছিল।
পূর্ববর্তী:
« অবিনাশচন্দ্ৰ ভট্টাচার্য
« অবিনাশচন্দ্ৰ ভট্টাচার্য
পরবর্তী:
অভিজিৎ রায় »
অভিজিৎ রায় »
Leave a Reply