অবধৌত দাস (১২৬৬–১৩৪৯ বঙ্গাব্দ) মধুডাঙ্গা —বীরভূম। নীলকমল। পুরুষানুক্রমে চৈতন্যমঙ্গল গায়ক ও মৃদঙ্গাবাদকের বংশে তার জন্ম। প্রথম যৌবনেই বীরভূমের কীর্তন ও মৃদঙ্গ শিক্ষাকেন্দ্র ময়নাডাল গ্রামের শেখেন। রসিক দাস ও রাধিকাপ্ৰসাদ সরকারের দলে কিছুদিন মৃদঙ্গ সঙ্গত করেন। পরে চৈতন্যমঙ্গল গান শিখে প্ৰায় নিরক্ষর অবধৌত ঐ গানেই খ্যাতি, অর্থ ও মান অর্জন করেন।
পূর্ববর্তী:
« অবধূত বন্দ্যোপাধ্যায়
« অবধূত বন্দ্যোপাধ্যায়
পরবর্তী:
অবনী সেন »
অবনী সেন »
Leave a Reply