অবধূত বন্দ্যোপাধ্যায় (১২৭১ – ২৩.১.১৩৫১ বঙ্গাব্দ) বরা-বীরভূম। রামলাল। পিতার মৃত্যুর পর মাতুল পনবিহারী ঠাকুরের কাছে পালিত হন। কান্দীর টোলে সংস্কৃত ও দামোদর কুণ্ডুর কাছে কীর্তন শিক্ষা করেন। ১৭ বছর বয়সে নবদ্বীপে প্ৰথম গান করতে যান। অল্প বয়সেই দল গঠন করেন। শিক্ষার আগ্রহে নানা শাস্ত্ৰ অধ্যয়ন করতেন। তার গানের প্রধান বৈশিষ্ট্য ছিল বৈষ্ণব সিদ্ধান্ত গ্রন্থের শ্লোকাদি সহযোগে সুন্দর পরিবেষণা এবং সুর ও তালের বক্রতা দ্বারা রসসৃষ্টি করা।
পূর্ববর্তী:
« অবতারচন্দ্র লাহা
« অবতারচন্দ্র লাহা
পরবর্তী:
অবধৌত দাস »
অবধৌত দাস »
Leave a Reply