অবতারচন্দ্র লাহা (১২৬৩ – ২.৭.১৩৩৮ বঙ্গাব্দ)। বঙ্কিম যুগের অন্যতম সাহিত্যিক। রচিত উপন্যাস ‘আনন্দলহরী’, ‘আমার ফটো’, ‘শুভদৃষ্টি’ প্রভৃতি। বিমানবিহারী স্পেনসার এসেশে এলে দুঃসাহসিক অবতারচন্দ্র তাঁর কাছ থেকে বেলুন নিয়ে বেলুন যাত্রায় উদ্যোগী হন।
পূর্ববর্তী:
« অপূর্বকৃষ্ণ ভট্টাচাৰ্য, কবিভূষণ, জ্যোতিষশাস্ত্রী
« অপূর্বকৃষ্ণ ভট্টাচাৰ্য, কবিভূষণ, জ্যোতিষশাস্ত্রী
পরবর্তী:
অবধূত বন্দ্যোপাধ্যায় »
অবধূত বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply