অপূর্বকুমার ঘোষ। পিতা গণিতশাস্ত্ৰবিদ পি. ঘোষ। খ্ৰীষ্টান ব্যারিস্টার। অনুশীলন দলের পরিচালক পি, মিত্রের সঙ্গে তিনি বিশেষ পরিচিত হলেও কখনও ঐ দলের সভ্য হন নি। স্বদেশী আন্দোলনের সময় ১৯০৪ খ্ৰী. গভর্নমেন্টের প্রিণ্টিং বিভাগে যে ধর্মঘট হয় তিনি ও বিপিনচন্দ্ৰ পাল তা পরিচালনা করেন। ১৯০৭ খ্রী. ই আই রেল-ধৰ্মঘটীদের যে প্ৰথম সভা ‘সন্ধ্যা’ অফিসের ছাদে হয়, তিনি তার সভাপতি ছিলেন। এ ছাড়া তিনি শিবাজী উৎসবেও যোগ দেন এবং যুগান্তর পত্রিকার সম্পাদকরূপে ভূপেন্দ্রনাথের বিরুদ্ধে সরকারি মামলায় আসামীপক্ষ সমর্থন করেন।
পূর্ববর্তী:
« অপূর্ব সেন, ভোলা
« অপূর্ব সেন, ভোলা
পরবর্তী:
অপূর্বকুমার চন্দ »
অপূর্বকুমার চন্দ »
Leave a Reply