অপর্ণা দেবী (৬-১১-১৮৯৯ – ১০-৭-১৯৭৩) কলিকাতা। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ। স্বামী-ব্যারিস্টার সুধীরচন্দ্র রায়। ১৯১৬ সালে তার বিয়েই বাঙলা দেশে হিন্দু শাস্ত্রানুসারে প্রথম অসবর্ণ বিয়ে। ১৯১৯ খ্রী. থেকে নিখিল ভারত কংগ্রেসের সদস্য ছিলেন। তাদের বাড়ি দেশকমী ও বিপ্লবীদের আশ্রয়স্থল ছিল। বৃন্দাবনের বিখ্যাত নবদ্বীপচন্দ্ৰ ব্ৰজবাসীর ছাত্রী। বৈষ্ণব দর্শন সম্পর্কে বিশেষ জ্ঞান ছিল। বাঙলা দেশে কীর্তনের পুনরুজ্জীবনের ক্ষেত্রে স্বামী-স্ত্রী উভয়ের অগ্রণী ভূমিকা ছিল। শিক্ষিত অভিজাত মেয়েদের নিয়ে তিনি ‘ব্রজমাধুরী সঙ্ঘ’ নামে সম্প্রদায় গঠন করেন। তিনি ও তার স্বামী কীর্তন প্রচারের জন্য ত্ৰিশের দশকে ইউরোপ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ সফর করেছিলেন। তাঁর রচিত গ্রন্থের মধ্যে ‘দেশবন্ধু চিত্তরঞ্জন এবং কীর্তন পদাবলী জনপ্রিয়।
পূর্ববর্তী:
« অপরেশচন্দ্ৰ মুখোপাধ্যায়
« অপরেশচন্দ্ৰ মুখোপাধ্যায়
পরবর্তী:
অপর্ণা সেন »
অপর্ণা সেন »
Leave a Reply