অপরেশচন্দ্ৰ মুখোপাধ্যায় (১৮৭৫–১৫৫-১৯৩৮) যশোহর, মতান্তরে মহেশপুর-নদীয়া। বিপ্রদাস। প্ৰখ্যাত নাট্যকার, নট ও নাট্য-পরিচালক। ষ্টারের বিখ্যাত অভিনেতা অমৃতলালের কাছে প্ৰথম অভিনয় শিক্ষা। প্ৰায় ১০ বছর কলিকাতা ও মফঃস্বলে বিভিন্ন সম্প্রদায়ের সঙ্গে শখের অভিনয় করেন। পরে গিরিশচন্দ্ৰ ও অর্ধেন্দুশেখরের কাছে অভিনয় সম্বন্ধে বিস্তৃত শিক্ষালাভ করেন এবং গিরিশচন্দ্রের মৃত্যুর পর তীরই আদর্শে তিনি নাটক রচনায় প্রবৃত্ত হন। ১৩১১ ব মিনার্ভা থিয়েটারে পেশাদার অভিনেতারূপে যোগদান করেন এবং কিছুকালের জন্য মিনার্ভার পরিচালকের পদ পান। নট হিসাবে উচ্চ–খ্যাতি অর্জন না করলেও নাট্যকার, হয়েছিলেন। কয়েক বছর পরে নব-সংগঠিত ষ্টার থিয়েটারে যোগদান করেন। এখানেই তার কর্মজীবন শেষ হয়। তাঁর রচিত নাটকগুলির মধ্যে ‘কৰ্ণাৰ্জন নাটকটি দুইশত রজনী অভিনীত ও অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। অন্যান্য উল্লেখযোগ্য নাটক : ‘রঙ্গিলা (১৯১৪), ‘রামানুজ’ (১৯১৬), ইরাণের রাণী প্রভৃতি। ‘রঙ্গালয়ে ত্ৰিশ বছর’ নামক আত্মজীবনী অসমাপ্ত রচনা। বিদেশী নাটকের ছায়াবলম্বনেও অনেক নাটক রচনা করেছেন। তার ‘মন্ত্রশক্তি’, ‘মা’ ও ‘পোষ্যপুত্র’ অনুরূপা দেবীর উপন্যাসের নাট্যরূপ।
পূর্ববর্তী:
« অন্নদাসুন্দরী ঘোষ
« অন্নদাসুন্দরী ঘোষ
পরবর্তী:
অপর্ণা দেবী »
অপর্ণা দেবী »
Leave a Reply