অন্নদা মুন্সী (২৭-১১-১৯০৪ – ১৪-১-১৯৮৫) শিবনগর-পাবনা। বিশিষ্ট শিল্পী এবং সঙ্গীতজ্ঞ। শিক্ষা : যশোহরে। কলিকাতায় সরকারি আর্ট কলেজেও কিছুদিন শিক্ষা লাভ করেন। কর্মজীবন শুরু আমি নেভী স্টোরে। সেখান থেকে বোম্বাইতে টাইমস অব ইণ্ডিয়ায় আর্ট বিভাগে যোগ দেন। পরে কলিকাতায় বিজ্ঞাপন সংস্থা ডি. জে. কীমারের সঙ্গে যুক্ত হন। সেখানে তিনি আর্ট ডাইরেক্টর ছিলেন।
পূর্ববর্তী:
« অন্নদা চক্রবর্তী ঠাকুর
« অন্নদা চক্রবর্তী ঠাকুর
পরবর্তী:
অন্নদাচরণ খাস্তগীর »
অন্নদাচরণ খাস্তগীর »
Leave a Reply