অন্নদাপ্রসাদ বাগচী (২২.৩.১৮৪৯ – ৩.১০.১৯০৫) শিখবরালি-চব্বিশ পরগনা। চন্দ্ৰকান্ত। ১৮৬৫ খ্রী. নব-প্রতিষ্ঠিত স্কুল অফ ইন্ডাস্ট্রিঅ্যাল আর্টস-এর এনগ্রেভিং ক্লাসে ভর্তি হন। পরে তিনি পাশ্চাত্য-রীতির চিত্রাঙ্কন-বিদ্যা শিক্ষা করেন। কর্মজীবনে প্ৰবেশ করে। পূর্বোক্ত স্কুলের শিক্ষক ও পরে প্রধান শিক্ষকের পদ লাভ করেন। পাশ্চাত্য-রীতিতে প্রতিকৃতি অঙ্কন করে যশ লাভ করেন। তার অঙ্কিত তৎকালীন মনীষীদের প্রতিকৃতি উচ্চ প্ৰশংসা পায়। শিল্প-বিষয়ক প্ৰথম বাংলা পত্রিকা ‘শিল্পপুষ্পাঞ্জলি’ (১২৯২ বঙ্গ) প্রকাশের অন্যতম উদ্যোক্তা ছিলেন। ১৯০৫ খ্রী. কলিকাতায় বঙ্গীয় কলাসংসদ স্থাপিত হলে তিনি সভাপতি নির্বাচিত হন। রাজা রাজেন্দ্রলাল মিত্র রচিত ‘দি অ্যান্টিকুইটিজ অফ ওড়িশা’ এবং ‘বুদ্ধ গয়া’ নামক গ্ৰন্থ দুটিতে তাঁর অঙ্কিত ছবিগুলি বিশেষ প্ৰশংসিত হয়। তার অন্যতম প্ৰধান কীর্তি আর্ট স্টুডিয়ো প্রতিষ্ঠা (১৮৭৮)। স্টুডিয়োটিকে কেন্দ্র করে একদল তরুণ শিল্পীকে নিজের আদর্শ অনুসারে গড়ে তোলেন। এই আর্ট স্ট্রডিয়ো থেকে লিথোগ্রাফি পদ্ধতিতে ছাপা পৌরাণিক বিষয়ক বহু চিত্র সেকালে বিশেষ জনপ্রিয় হয়েছিল।
পূর্ববর্তী:
« অন্নদাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়
« অন্নদাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়
পরবর্তী:
অন্নদাশঙ্কর রায় »
অন্নদাশঙ্কর রায় »
Leave a Reply