অন্নদাপ্রসাদ চৌধুরী (১৩০২ – ৩০.৫.১৩৭১ বঙ্গাব্দ) মেদিনীপুর। কংগ্রেস সদস্যরূপে নানা আন্দোলনে অংশগ্ৰহণ করে বিভিন্ন সময়ে বহু বছর কারারুদ্ধ ছিলেন। ড. প্ৰফুল্ল ঘোষের প্রথম মন্ত্রিসভায় পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী ছিলেন। রাজনৈতিক কারণে কংগ্রেস ত্যাগ করেন। অন্যান্য নেতাদের সহযোগিতায় ‘কৃষক প্ৰজা মজদুর’ পার্টির প্রতিষ্ঠা করেন। কিছুদিন পরে ঐ পার্টি সোশ্যালিস্ট পার্টির একটি অংশের সঙ্গে যুক্ত হয়। নূতন দলের নাম হয় ‘প্ৰজা সোশ্যালিস্ট পার্টি। পশ্চিমবঙ্গ বিধান পরিষদে এই পার্টির নেতৃত্বে তিনি সুবক্তারূপে খ্যাতি অর্জন করেন। সর্বভারতীয় খাদি বোর্ড ও রাজ্য খাদি বোর্ডের সদস্য ছিলেন।
পূর্ববর্তী:
« অন্নদাচরণ তর্কবাগীশ
« অন্নদাচরণ তর্কবাগীশ
পরবর্তী:
অন্নদাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় »
অন্নদাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় »
Leave a Reply