অন্নদাচরণ তর্কবাগীশ (১২৮২ – ৪.৭.১৩৫০ ব.) মূলগাও-ফরিদপুর। প্ৰসন্নচন্দ্ৰ ভট্টাচার্য। প্রখ্যাত নৈয়ায়িক। ত্রিপুর জেলার শিবচরণ সিদ্ধান্তবাগীশের কাছে কলাপ ব্যাকরণ অধ্যয়ন করে সরকার গৃহীত উপাধি পরীক্ষায় ‘ব্যাকরণতীর্থ উপাধি লাভ করেন। নবদ্বীপস্থ ‘বঙ্গবিবুধজননী সভা’য় ন্যায়শাস্ত্রের উপাধি পরীক্ষা দিয়ে তর্করত্ন হন ও স্বর্ণপদক লাভ করেন। কাশীতে সীতারাম শাস্ত্রীর কাছে প্রাচীন ন্যায়শাস্ত্ৰ অধ্যয়ন করে ‘তর্কবাগীশ’ উপাধি পান। মহামহোপাধ্যায় সুব্রহ্মণ্য শাস্ত্রীর কাছে সাংখ্য ও বেদান্তশাস্ত্ৰ অধ্যয়ন করেন। অধ্যয়ন-শেষে কাশীতে বাঙ্গালীটোলায় চতুষ্পাঠী স্থাপন করে ১৩০৩ ব. থেকে ১৩১৪ ব. পর্যন্ত অধ্যাপনা করেন। পরে নিজ গ্রামে ফিরে সেখানেই ছাত্রদের বিভিন্ন শাস্ত্র পড়াতেন। ১৩৩৮ ব. নদীর ভাঙনে তার গ্রাম বিনষ্ট হলে ধীপুর গ্রামে এসে ১৩৩৯ বা চতুষ্পাঠী স্থাপন করেন। ইদিলপুর হিতৈষিণী সভার সম্পাদক ছিলেন (১৩২৫ -১৩৫০ ব.)। রচিত গ্ৰন্থ : ব্যধিকরণ (ব্যাপ্তিবাদ-ন্যায়)-এর ‘প্রভা’ নামক টীকা।
পূর্ববর্তী:
« অন্নদাচরণ তর্কচূড়ামণি, মহামহোপাধ্যায়
« অন্নদাচরণ তর্কচূড়ামণি, মহামহোপাধ্যায়
পরবর্তী:
অন্নদাপ্রসাদ চৌধুরী »
অন্নদাপ্রসাদ চৌধুরী »
Leave a Reply