অন্নদাচরণ তর্কচূড়ামণি, মহামহোপাধ্যায় (১৮.৮.১২৬৮ ব -?) পূর্ব-সোমপাড়া — নোয়াখালি। কালীকিঙ্কর ঠাকুর। সংস্কৃতে পাণ্ডিত্য অর্জন করেন। কর্মজীবনে প্রথমে নোয়াখালি জেলা স্কুলের হেডপণ্ডিত, পরে কাশীতে ঈশ্বর পাঠশালার অধ্যাপকররূপে বৃত হন। এসময়ে পণ্ডিত মদনমোহন মালব্য তার পাণ্ডিত্য ও প্রতিভার পরিচয় পেয়ে বারাণসী বিশ্ববিদ্যালয়ে তাকে দর্শনশাস্ত্রের অধ্যাপক নিযুক্ত করেন। অবসর-গ্রহণের পর মুকুন্দদেব মুখোপাধ্যায়ের উৎসাহে ‘ধর্মশাস্ত্ৰকোষ নামে একটি বিরাট গ্ৰন্থ সম্পাদনা করেন। তা ছাড়া বহু স্থাপনের তিনি অন্যতম উদ্যোক্তা। ১৯২২ খ্রী ‘মহামহোপাধ্যায়’ উপাধি লাভ করেন। কাশীর ভারত ধর্মমণ্ডলও তাকে ‘মহামহোপাধ্যায়’ উপাধিতে সম্মানিত করে। কাশীধামে মৃত্যু।
পূর্ববর্তী:
« অন্নদাচরণ খাস্তগীর
« অন্নদাচরণ খাস্তগীর
পরবর্তী:
অন্নদাচরণ তর্কবাগীশ »
অন্নদাচরণ তর্কবাগীশ »
Leave a Reply