অনুরূপচন্দ্ৰ সেন (১৮৯৮ – ১৯২৪)। এমএ ক্লাসের ছাত্রাবস্থায় তিনি বিপ্লবী দলের সভ্য হন। ১৯১৮ খ্রী, যে পোচ জনকে নিয়ে চট্টগ্রাম বিপ্লবী দলের কেন্দ্ৰ গঠিত হয়। তিনি তার অন্যতম ছিলেন। অপর চারজন-সূৰ্য সেন, নগেন (জুলু) সেন, অম্বিকা চক্রবর্তী ও চারুবিকাশ দত্ত। চট্টগ্রাম বিপ্লবীদের গোপন সংবিধান তারই রচিত। প্ৰথমে অসহযোগ আন্দোলনে অংশ গ্ৰহণ করে কারাবরণ করেন। ১৯২২ খ্রী, দলের নির্দেশে চব্বিশ পরগনার বুড়ুল হাই স্কুলে শিক্ষকতার কাজ নিয়ে এসে সেখানে সমাজসংস্কারমূলক কাজের সঙ্গে সঙ্গে বিপ্লবীদের এক ঘাঁটি তৈরি করেন। দক্ষিণেশ্বর বোমা মামলায় ১৯.১২.১৯২৬ তারিখে গ্রেপ্তার হন। ময়নাগুড়িতে অন্তরীণ থাকাকালে অসুস্থ হয়ে পড়েন। পরে কাশীতে পাঠান হয়। সেখান অন্তরীণ থাকা অবস্থায় শ্ৰীরামকৃষ্ণ অনাথ আশ্রমে তার মৃত্যু ঘটে।
পূর্ববর্তী:
« অনুজাচরণ সেন
« অনুজাচরণ সেন
পরবর্তী:
অনুরূপা দেবী »
অনুরূপা দেবী »
Leave a Reply