অনুজাচরণ সেন (জুন ১৯০৫ – ২৫৮-১৯৩০) সেনহাটি-খুলনা। বিমলাচরণ। ছাত্রাবস্থায় বিপ্লবী দলে যোগদান করেন। প্ৰথমে বিভিন্ন সেবাকার্যের মাধ্যমে দেশের মানুষের সঙ্গে পরিচয় ঘটে। ব্যায়ামচৰ্চা, পঠন ও আলোচনার মাধ্যমে বিপ্লব-মন্ত্রে দীক্ষিত হন। কলেরা, বসন্ত, মহামারীর সময় সেবা ও অমায়িক ব্যবহার দ্বারা বিপ্লবী দলের প্রসার ও সংগঠনে সহায়তা করেছিলেন। দলের নির্দেশে দীনেশ মজুমদার, অতুল সেন ও শৈলেন নিয়োগীর সঙ্গে কলিকাতার অত্যাচারী পুলিস কমিশনার টেগার্টকে মারতে গিয়ে তার বোমাটি কাছেই ফেটে যায় এবং মারাত্মকভাবে আহত হয়ে ঘটনাস্থলেই তিনি প্ৰাণত্যাগ করেন।
পূর্ববর্তী:
« অনুকুলচন্দ্ৰ জ্যোতিঃ-ব্যাকরণতীর্থ
« অনুকুলচন্দ্ৰ জ্যোতিঃ-ব্যাকরণতীর্থ
পরবর্তী:
অনুরূপচন্দ্ৰ সেন »
অনুরূপচন্দ্ৰ সেন »
Leave a Reply