অনুকুলচন্দ্ৰ (শ্ৰীশ্ৰীঠাকুর) (১৪.৯.১৮৮৮ – ২৬.১.১৯৬৯) হিমায়েতপুর-পাবনা। শিবচন্দ্ৰ চক্রবর্তী। সৎসঙ্গ আশ্রমের প্রতিষ্ঠাতা। কলিকাতা ন্যাশনাল মেডিক্যাল স্কুল থেকে ডাক্তারী পড়া শেষ করে গ্রামে এসে চিকিৎসাকার্যে ব্ৰতী হন। কিন্তু পরে মাতার নিকট দীক্ষা নিয়ে সাধন-চৰ্চা শুরু করেন। অনুরাগী ভক্তবৃন্দ নিয়ে স্থাপিত হয় তপোবন বিদ্যালয়, মাতৃবিদ্যালয়, দাতব্য চিকিৎসালয়, ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, পাব্লিশিং হাউস প্রভৃতি ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠান। ১৯৪৬ খ্ৰী, বিহারের দেওঘরে এসে সেখানে নূতন করে আশ্রমের কর্মকেন্দ্ৰ স্থাপন করেন। নিজস্ব ছাপাখানা থেকে প্রকাশিত হয় আশ্রমের মুখপত্র শাশ্বতী’ এবং বিভিন্ন পুস্তকাবলী। দেওঘরে মৃত্যু।
পূর্ববর্তী:
« অনিলবরণ রায়
« অনিলবরণ রায়
পরবর্তী:
অনুকুলচন্দ্ৰ জ্যোতিঃ-ব্যাকরণতীর্থ »
অনুকুলচন্দ্ৰ জ্যোতিঃ-ব্যাকরণতীর্থ »
Leave a Reply