অনুকুলচন্দ্ৰ জ্যোতিঃ-ব্যাকরণতীর্থ (১১৭, ১৩০১ ব – ?) সিদ্ধকাষ্ঠী-বরিশাল। আশুতোষ ভট্টাচার্য। বরিশালের উচ্চ ইংরেজী বিদ্যালয়ে কিছুদিন পড়াশুনা করে প্রথমে বরিশাল শহরের প্রভাতচন্দ্ৰ স্মৃতিপঞ্চাননের চতুষ্পাঠীতে ও পরে ফরিদপুর জেলার মূলগাওয়ের প্রসিদ্ধ পণ্ডিত অন্নদাচরণ তর্কবাগীশের কাছে বেদান্ত ও স্মৃতিশাস্ত্ৰ অধ্যয়ন করেন। এর পর ভট্টপল্লীতে গিয়ে জ্যোতিষশাস্ত্ৰ অধ্যয়ন করেন এবং ১৯৩৭ খ্রী, বর্ধমানের বিজয় চতুষ্পাঠীর অধ্যাপক মহামহোপাধ্যায় বীরেশ্বর তর্কতীর্থের কাছ থেকে জ্যোতিষশাস্ত্রের উপাধি পরীক্ষায় উত্তীর্ণ হন। কর্মজীবনের শুরুতে শিক্ষকতা করেন বরিশাল টাউন স্কুলে ও বাখরগঞ্জ হাই স্কুলে। বরিশাল ‘ধর্মরক্ষিণী সভা’-র অধ্যাপক ও সহ-সম্পাদক ছিলেন। কয়েক বছর গুপ্তপ্রেস পঞ্জিকার জ্যোতিষ সম্মিলনীর সম্পাদক ছিলেন। আকাশবাণীর কলিকাতা কেন্দ্র থেকে গীতা, রামায়ণ, মহাভারত প্রভৃতি ব্যাখ্যা করতেন। দেশ-বিভাগের পর কলিকাতার টালিগঞ্জে ‘আদর্শ চতুষ্পাঠী’ স্থাপন করে অধ্যাপনা করেন। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকার জ্যোতিষী নিযুক্ত হন। কাশীপুর নিবাসী পত্রিকায় তাঁর ধারাবাহিক প্রবন্ধ ‘ফলিত জ্যোতিষে গ্ৰহ-বিজ্ঞান’ প্রকাশিত হয়। চারখানি তন্ত্রগ্রন্থের বঙ্গানুবাদ করে তিনি সংস্কৃত শিক্ষা পরিষদকে দেন।
পূর্ববর্তী:
« অনুকুলচন্দ্ৰ (শ্ৰীশ্ৰীঠাকুর)
« অনুকুলচন্দ্ৰ (শ্ৰীশ্ৰীঠাকুর)
পরবর্তী:
অনুজাচরণ সেন »
অনুজাচরণ সেন »
Leave a Reply