মনোমোহন দত্ত, স্বামী (১২-১০-১২৮৪ – ২০-৬-১৩১৬ বঙ্গ) সাতমোড়া-ত্রিপুরা (পূর্ববঙ্গ)। পদ্মনাথ। সাধক ও ভাব-সঙ্গীত-রচয়িতা। ১৩০৩ ব. সর্বধর্মসমন্বয়বাদী সাধক আনন্দস্বামীর নিকট ‘দয়াময়’ নাম-মন্ত্রে দীক্ষিত হয়ে ‘দয়াময়’ নাম-প্রচারে মনোনিবেশ করেন। তাঁর শিষ্যবর্গের মধ্যে সুপ্ৰসিদ্ধ সুরকার আফতাবউদ্দীন, ওস্তাদ গুল মোহাম্মদ, নিশিকান্ত সেন ও লবচন্দ্ৰ পালের নাম বিশেষ উল্লেখযোগ্য। তাঁর রচিত সঙ্গীতের সংখ্যা প্রায় ৮৫০। ‘মলয়া’ (২ খণ্ড) পুস্তকে তাঁর ৪৬১ টি গান প্রকাশিত হয়েছে। সুরকার আফতাবউদ্দীন তাঁর গানগুলিতে সুরারোপ করেছেন। অন্যান্য প্রকাশিত গ্ৰন্থ : ‘পাথেয়’, ‘ময়না’, ‘পথিক’, ‘যোগপ্ৰণালী’ ও ‘খনি’।
পূর্ববর্তী:
« মনোমোহন ডোম
« মনোমোহন ডোম
পরবর্তী:
মনোমোহন পাঁড়ে »
মনোমোহন পাঁড়ে »
Leave a Reply