ডাফ, আলেকজাণ্ডার (এপ্রিল ১৮০৫ – ফেব্ৰু ১৮৭৮)। ভারত-প্রবাসী স্কটল্যাণ্ডের খ্ৰীষ্টান ধর্মযাজক ও বিশিষ্ট শিক্ষাব্ৰতী। ভারতে খ্ৰীষ্টধর্ম প্রচারের জন্য স্কটল্যাণ্ডের ধর্মপরিষদের প্রথম যাজকরাপে তিনি কলিকাতায় আসেন (মে ১৮৩০)। কিন্তু ইংরেজ কর্তৃপক্ষ কলিকাতায় তাকে ধর্মপ্রচারের অনুমতি না দেওয়ায় তিনি নিকটবর্তী দিনেমার অধিকৃত শ্ৰীরামপুরে যান এবং কেরী, মার্শম্যান প্রমুখ মিশনারীদের সঙ্গে মিলিত হয়ে সেখানে ধর্মপ্রচারের কেন্দ্ৰ প্ৰতিষ্ঠা করেন। তাছাড়া রামমোহন রায়ের আনুকূল্যে কলিকাতা লোয়ার চিৎপুর রোডে একটি অবৈতনিক শিক্ষালয়ও স্থাপন করেন। সেখানে আবশ্যিক বিষয়রপে বাইবেল পাঠের ব্যবস্থা রাখা হয়। তিনি নিজে বাংলা ভাষা শিক্ষা করে বাংলা ভাষার সাহায্যে নিজস্ব প্ৰণালীতে ঐ বিদ্যালয়ে ইংরেজী শেখাতেন। রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় তাঁর কাছে দীক্ষা নিয়ে খ্ৰীষ্টান হন। তিনি কলিকাতার বাইরে হুগলী, বাঁশবেড়িয়া, কালনা, ঘোষপাড়া প্রভৃতি অঞ্চলে তার প্রচারকেন্দ্র প্রসারিত করে শিক্ষাদান ও ঐ সঙ্গে ধর্মপ্রচার করেন।
১৮৪৩ খ্রী. কলিকাতায় ফ্রি চার্চ ইনস্টিটিউশন (পরে ডাফ কলেজ) নামে আরও একটি অবৈতনিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। টাকী, বাঁশবেড়িয়া অঞ্চলেও বিদ্যালয় স্থাপন করেছিলেন। স্ত্রীশিক্ষাবিস্তারেও সচেষ্ট ছিলেন। ধর্মপ্রচার ও জনহিতকর কাজের জন্য তিনি
১৮৪৪ খ্রী–’ক্যালকাটা কোয়ার্টালি’ নামে একটি পত্রিকা প্ৰকাশ করেন। দীর্ঘকাল ‘ক্যালকাটা রিভিউ’ পত্রিকার সম্পাদক ছিলেন। দেশী ও বিদেশী পত্রিকায়ও তার বক্তৃতা ও প্রবন্ধাদি প্রকাশিত হয়েছে।
১৮৫০–৫৪ খ্রী. তিনি ইংল্যাণ্ড ও আমেরিকায় ছিলেন। এই সময় নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় তাকে এলএলডি, এবং এবার্ডিন বিশ্ববিদ্যালয় ডিডি উপাধি দ্বারা সম্মানিত করে।
১৮৫৯ খ্রী. তিনি বেথুন সোসাইটির সভাপতি নির্বাচিত হন। কলিকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকাল (১৮৫৭) থেকে তার অন্যতম সদস্যরূপে নিযুক্ত ছিলেন।
Leave a Reply