অসীমা চট্টোপাধ্যায় (২৩ সেপ্টেম্বর, ১৯১৭ – ২২ নভেম্বর, ২০০৬)। জন্ম – কোলকাতা। অসীমা চট্টোপাধ্যায় একজন ভারতীয় জৈব রসায়নবিদ ও উদ্ভিদ রসায়নবিদ ছিলেন। বিয়ের আগের অসীমা মুখোপাধ্যায়। তিনি ভিঙ্কা অ্যালকালয়েডের ওপর গবেষণা করেন এবং ম্যালেরিয়া ও মৃগীরোগের ঔষধ প্রস্তুত করেন।
অসীমা চট্টোপাধ্যায়-এর ১০০তম জন্মদিন উপলক্ষে গুগলের ‘গুগল ডুডল’–
Leave a Reply