স১. [ sa ] বাংলা বর্ণমালার দ্বাত্রিংশ ব্যঞ্জনবর্ণ, দন্ত্য-স-নামে দন্ত্য-স হলেও প্রকৃতপক্ষে এটি উচ্চারণে তালব্য দন্তমূলীয়।
স২. [ sa ] বিণ. (সমাসে বিশেষ্যসূচক শব্দের পূর্বে সহ ও সমান শব্দের রূপ),
১. সহ-অর্থে (সচন্দন, সপরিবার);
২. সমান অর্থে (সগোত্র, সতীর্থ)।
স৩. [ sa ] অব্য. উপ.
১. অতিশয় অর্থবাচক (সঘন);
২. স্বার্থে, একই অর্থে (সঠিক, সক্ষম)।
Leave a Reply