ঞ – বাংলা ভাষার দশম ব্যঞ্জনবর্ণ।
শব্দের আদ্যক্ষর রূপে এর ব্যবহার নাই। শব্দের ভিতরেও বর্তমানে কেবল যুক্তাক্ষরের মধ্যেই এর ব্যবহার লক্ষ্য করা যায়, যেমন ‘ব্যঞ্জন’ ‘ঝঞ্চা’ ইত্যাদি। মধ্যবাঙ্গালায় ‘আঁই’ এই যুগ্মস্বরের ক্ষেত্রে- ‘আঞি (-ঞি)’ এই রূপ বানান পাওয়া যায়ঃ যেমন- গোসাঞি (গোসাঁই), ঠাঞি (ঠাঁই), ইত্যাদি।
n. the tenth consonant of the bengali alphabet.
Leave a Reply