অনিলকুমার রক্ষিত (১৯১৫ – ৮.৯.১৯৭৯) জোয়ারা—চট্টগ্রাম। অঘোরচন্দ্র। চট্টগ্রাম শহরে স্কুলে পড়ার সময়ে ১৯২৮ খ্রী. সূর্য সেনের বিপ্লবী দলের সদস্য হন। চট্টগ্রাম বিদ্রোহের পর গ্রেপ্তার হন এবং অস্ত্রাকার আক্রমণ মামলার অন্যতম জামিনে মুক্ত বিচারাধীন আসামী ছিলেন। ঐ অবস্থায় জেল ষড়যন্ত্র ও ডিনামাইট ষড়যন্ত্রে সক্রিয় অংশ গ্রহণ করেন। সেপ্টেম্বর ১৯৩১ খ্রী. ডিনামাইট ষড়যন্ত্র মামলায় কারাদণ্ডে দণ্ডিত হন। তার মেয়াদ উত্তীর্ণ হবার পরে পুনরায় বেঙ্গল অর্ডিনান্সে ধৃত হয়ে বিভিন্ন জেলে ও হিজলী বন্দীশিবিরে আটক থাকেন। ১৯৩৮ খ্রী. বিনাশর্তে মুক্তিলাভ করেন।
পূর্ববর্তী:
« অনিলকুমার চন্দ
« অনিলকুমার চন্দ
পরবর্তী:
অনিলচন্দ্র ঘোষ »
অনিলচন্দ্র ঘোষ »
Leave a Reply