অনিলচন্দ্র রায় (২৬.৫.১৯০১- ৬.১.১৯৫২)। ছাত্রাবস্থায় বিপ্লবী ‘শ্রীসঙ্ঘ’ দলে যোগ দেন ও পরে নেতৃত্ব করেন। ১৯৩০ খ্রী. প্রথম কারারুদ্ধ হন। মুক্তিলাভের পর তিনি সুভাষচন্দ্র প্রতিষ্ঠিত ‘ফরওয়ার্ড ব্লক’-এর সদস্য হন। সুভাষচন্দ্র পরিচালিত হলওয়েল মনুমেণ্ট অপসারণ আন্দোলনে যোগদান করে ১৯৪০ খ্রী. কারাবরণ করেন এবং মুক্তি পাবার সঙ্গে সঙ্গে ভারতরক্ষাবিধানে পুনরায় গ্রেফতার হন। ফরওয়ার্ড ব্লক বিভক্ত হলে অনিলচন্দ্র সুভাষবাদী দলের সদস্য ও নেতা ছিলেন। তাঁর রচিত নেতাজীর জীবনবাদ’, ‘ধর্ম ও বিজ্ঞান’, ‘সমাজতন্ত্রীর দৃষ্টিতে মার্কসবাদ’ প্রভৃতি গ্রন্থে পাণ্ডিত্যের পরিচয় পাওয়া যায়। ইতিহাস ও ঐতিহ্যের পরিপ্রেক্ষিতে জাতীয়তাবাদ ও সমাজবাদের সমন্বয়ের প্রচেষ্টক ছিলেন। দেশনেত্ৰী লীলা রায় তাঁর পত্নী ছিলেন।
পূর্ববর্তী:
« অনিলচন্দ্র মুখোপাধ্যায়
« অনিলচন্দ্র মুখোপাধ্যায়
পরবর্তী:
অনিলবরণ রায় »
অনিলবরণ রায় »
Leave a Reply