অনিরুন্ধ ভট্ট (১২শ শতাব্দী)। বঙ্গাধিপতি রাজা বল্লাল সেনের গুরু এবং বেদ ও স্মৃতিশাস্ত্রে বরেন্দ্রভূমির শ্রেষ্ঠ পণ্ডিত। সেন রাষ্ট্রের ধর্মাধ্যক্ষ ছিলেন। বরেন্দ্রীর অন্তগত চম্পাহিটা নামক গ্রামের বাসিন্দা ও চম্পাহিটা মহামহোপাধ্যায় নামে পরিচিত ছিলেন। রচিত গ্রন্থ : ‘পিতৃদায়তা’ ও ‘হারলতা’। ‘হারলতা’য় বলা হয়েছে ইনি গঙ্গাতীরবর্তী বিহার পট্টর অধিবাসী ছিলেন।
পূর্ববর্তী:
« অনাদিকুমার দস্তিদার
« অনাদিকুমার দস্তিদার
পরবর্তী:
অনির্বাণ, নরেন্দ্রনাথ ধর »
অনির্বাণ, নরেন্দ্রনাথ ধর »
Leave a Reply