অনাথবন্ধু পাঁজা (১৯১১ – ২.৯.১৯৩৩) জলবিন্দু–মেদিনীপুর। সুরেন্দ্রনাথ। মেদিনীপুর গুপ্ত বিপ্লবী দলে যোগদান করে রিভলভার-চালনা শিক্ষার উদ্দেশ্যে তিনি এবং মৃগেন্দ্রকুমার, নির্মলজীবন, ব্রজকিশোর ও রামকৃষ্ণ কলিকাতায় যান। শিক্ষাশেষে পাঁচটি রিভলভারসহ তাঁরা মেদিনীপুরে ফেরেন। এই সময়ে মেদিনীপুরের ম্যাজিস্ট্রেট বার্জ বিপ্লবীদের প্রতি অকথ্য নির্যাতন শুরু করলে উক্ত পাঁচজন যুবকের ওপর বার্জ-হত্যার দায়িত্ব অর্পিত হয়। এই উদ্দেশ্যে ২ সেপ্টেম্বর ১৯৩৩ খ্রী. তাঁরা মেদিনীপর খেলার মাঠে উপস্থিত হন। খেলা দেখতে এসে বার্জ গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে অনাথবন্ধু ও মৃগেন গুলি করেন এবং বার্জের মৃত্যু ঘটে। সশস্ত্র রক্ষিদলের আক্রমণে অনাথবন্ধু ঘটনাস্থলেই মারা যান এবং আহত মগেনের হাসপাতালে মৃত্যু হয়।
পূর্ববর্তী:
« অনাথবন্ধু গুহ
« অনাথবন্ধু গুহ
পরবর্তী:
অনাদিকুমার দস্তিদার »
অনাদিকুমার দস্তিদার »
Leave a Reply