অনাথবন্ধু গুহ (১২৫৪? – ১৩৩৪ ব.) ময়মনসিংহ। মৃত্যুঞ্জয়। তিনি দরিদ্রের সন্তান ছিলেন। আইন পরীক্ষায় উত্তীণ হয়ে ময়মনসিংহে ওকালতি শুরু করে প্রভূত অর্থ ও খ্যাতি অর্জন করেন। রাজনীতি ও সমাজসংস্কারে উদ্যোগী ছিলেন এবং অস্পশ্যতা দূরীকরণ, বিধবাবিবাহের প্রবর্তন প্রভৃতি কার্যে অংশগ্রহণ করেছিলেন। ১৮৭৫ খ্রী. ‘ভারত মিহির’ সাপ্তাহিক পত্রিকা প্রকাশ ও সম্পাদনা করেন। ময়মনসিংহে পিতার নামে ‘মৃত্যুঞ্জয় বিদ্যালয়’ ও পত্নীর নামে ‘রাধাসুন্দরী বালিকা বিদ্যালয়’ এবং কাশীতে মাতার নামে জগদম্বা জাতীয় আয়ুর্বেদ মহিলা বিদ্যালয় স্থাপন করেন। কাশীতে মৃত্যু।
পূর্ববর্তী:
« অনাথনাথ রায়, আয়ুর্বেদাচার্য
« অনাথনাথ রায়, আয়ুর্বেদাচার্য
পরবর্তী:
অনাথবন্ধু পাঁজা »
অনাথবন্ধু পাঁজা »
Leave a Reply